চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা উয়েফার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চেলসি। অন্য দিকে ম্যাঞ্চেস্টার সিটির সামনে বায়ার্ন মিউনিখ।
শুক্রবার সুইজ়ারল্যান্ডে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালির ক্লাব নাপোলি। তাঁদের মুখোমুখি এসি মিলান। সূচি অনুযায়ী বেনফিকার মুখোমুখি হবে ইন্টার মিলান। ১১ ও ১২ এপ্রিল প্রথম লেগের খেলা। প্রথম সেমিফাইনাল ৯ ও ১০ মে। দ্বিতীয় সেমিফাইনাল ১৬ ও ১৭ মে।
শেষবার ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতে এসি মিলান। ২০১০ সালে খেতাব জয় ইন্টার মিলানের। অনেক বছর পর দুই মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে। প্রথমবার উঠে নজির নাপোলিরও।