Tutu Basu : জল্পনার অবসান, ফের মোহনবাগান সভাপতি টুটু বোস

Updated : May 11, 2022 18:24
|
Editorji News Desk

তাঁর আস্থাতেই মোহনবাগান। ময়দানে শীত-গ্রীষ্ম-বর্ষা টুটু বোসই (Tutu Bose) ভরসা। গত কয়েকদিন ধরেই বাগানে একটা জল্পনা চলছিল, তিনি কি এবারও মোহনবাগান সভাপতি (Mohun Bagan President) থাকছেন ? সেই জল্পনায় বুধবার জল ঢেলে দিল মোহনবাগানের কার্যকরী কমিটি (Working Committee)। দীর্ঘ আলোচনার পর মোহনবাগান ক্লাব সূত্রে খবর, আগামী দিনে সবুজ-মেরুন (Maroon & Green) সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাবেন টুটু বোস। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ক্লাবের কার্যকরী সভা শেষে জানিয়েছেন, ক্লাবের সভাপতি পদে এখন টুটুবাবুই থাকছেন। সেই সঙ্গে আরও একটা সিদ্ধান্ত হয়েছে। মোহনবাগানের সভাপতি থাকতে হলে ২০ বছর সদস্য থাকতে হয়। সেটা আগামী দিনে কিছুটা শিথিল করে ১৫ বছর করা হবে।

সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হলেও আগেই ক্লাবের সহ-সভাপতি বেছে নেওয়া হয়েছিল। রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং মলয় ঘটক, অসিত চট্টোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ এবং সাংবাদিক কুণাল ঘোষ (Kunal Ghosh) ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হন। বোস পরিবারের আরেক সদস্য সৌমিক বোসকেও সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে। অঞ্জন মিত্রর মেয়ে সোহিনী মিত্রকে বেছে নেওয়া হয়েছে কো-অপ্ট হিসাবে। 

মোহনবাগানের পরবর্তী সভাপতি কে হবেন, এ নিয়ে দীর্ঘদিন ধরেই ময়দানে গুঞ্জন চলছিল। নতুন কার্যকরী সমিতি দীর্ঘদিন এ নিয়ে আলোচনা করেছে। ক্লাব সচিব দেবাশিস দত্ত (Debasis Dutta) আগেই জানিয়েছিলেন, মোহনবাগানের সভ্য সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সেকারণেই সভাপতি বাছতে সময় লাগছে। কার্যকরী সমিতি সিদ্ধান্ত নিতে দেরি করায় বার্ষিক সাধারণ সভাতেও সভাপতিহীন ছিল মোহনবাগান (Mohun Bagan)। ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেই অবশ্য সচিব ঘোষণা করেছিলেন, দ্রুত সভাপতির নাম ঘোষণা করা হবে। ক্লাব সূত্রের খবর বুধবার কার্যকরী সমিতির দীর্ঘ আলোচনা শেষে সভাপতি পদে টুটু বোসের নামেই শিলমোহর দেওয়া হয়েছে।

Mohun BaganFootballMaidaan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও