ইউরো কাপে প্রথম খেলতে নেমে তুরস্ককে চ্যালেঞ্জ দিল জর্জিয়া। ২৫ মিনিটে তুরস্কের হয়ে প্রথম গোল করেন মুলদুর। ৩২ মিনিটে পাল্টা গোল করে জর্জিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় তুরস্ক। আর ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাকে গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতল তুরস্ক।
এদিন ম্যাচে প্রথমার্ধে বারবার তুরস্ককে টেক্কা দিয়েছে জর্জিয়া। বারবার তুরস্কের রক্ষণ ভেঙে আক্রমণ। পাস, ড্রিবল, কাউন্টার অ্যাটাকে বেশ চাপেই পড়ে যায় তুরস্ক। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় এই টিম। আর তাতেই এল দুটি গোল। শেষ হাসি তুরস্কের। ৩-১ ব্যবধানে হার জর্জিয়ার।