রবিবার রাতে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ দেখে ক্লান্ত! সপ্তাহের শুরুর দিনও কিন্তু বিশ্বকাপের একগুচ্ছ বড় ম্যাচ। সোমবার রাতে নামছে ব্রাজিল। নামবে রোনাল্ডোর পর্তুগাল। কটার সময় নামবেন রিচার্লিসনরা! রোনাল্ডোদের খেলা কখন! জেনে নিন, বিস্তারিত।
১. ক্যামেরুন ও সার্বিয়া
আল জনাব স্টেডিয়াম
ভারতীয় সময় সাড়ে ৩টে
২. দক্ষিণ কোরিয়া ও ঘানা
এডুকেশন সিটি স্টেডিয়াম
ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টা
৩.ব্রাজিল ও সুইজারল্যান্ড
৯৭৪ স্টেডিয়াম
ভারতীয় সময় সন্ধে সাড়ে ৯টা
৪.পর্তুগাল ও উরুগুয়ে
লুসাইল স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
ভারতে খেলা দেখা যাবে:
স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং
জিও সিনেমা
এছাড়া টাটা প্লে অ্যাপ ও ভোডাফোনের ভি-ওয়ান অ্যাপে ম্যাচ দেখা যাবে