শনি ও রবিবার রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখে ক্লান্ত! সোমবার বিশ্বকাপে দুটি বড় ম্যাচ। নামছে জাপান ও ক্রোয়েশিয়া। অন্য ম্যাচে নক-আউট পর্বে খেলতে নামবে ব্রাজিল। ব্রাজিলে নেইমার ফিরবে কিনা, তা নিয়ে অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। কখন শুরু হবে দুটি ম্যাচ। কোন চ্যানেলে দেখা যাবে খেলা। জেনে নিন লাইভ স্ট্রিমিংয়ের হদিশ।
জাপান বনাম ক্রোয়েশিয়া
আল জনাব স্টেডিয়াম
ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া
৯৭৪ স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
আরও পড়ুন: এমবাপে জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব, বিশ্বকাপে পাঁচ গোল করে মেসিদের পিছনে ফেলে দিলেন
স্পোর্টস ১৮, স্পোর্টস ১৮ এইচডি ও এমটিভি এইচডি-তে খেলা দেখা যাবে। জিও সিনেমায় খেলা লাইভ স্ট্রিমিং হবে। এছাড়া, টাটা প্লে অ্যাপের মাধ্যমে এবং ভোডাফোন ইউজারদের জন্য ভি-ওয়ান অ্যাপেও দেখা যাবে খেলা।