শুক্রবার বিশ্বকাপে নামছে চারটি টিম। একদিকে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা। ফুটবল দুনিয়ায় এই ম্যাচগুলোর জন্য চার বছরের অপেক্ষা সমর্থকদের। উইকেন্ডে সন্ধেবেলা ব্রাজিল ম্যাচ আর রাতে আর্জেন্টিনা। ঠিক কখন শুরু হবে এই দুটি ম্যাচ। আর কোন চ্যানেলে দেখা যাবে। লাইভ স্ট্রিমিং কীভাবে হবে। সব জেনে নিন আগেভাগে।
শুক্রবার
সময় : ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা
স্থান এডুকেশন সিটি স্টেডিয়াম
শুক্রবার
সময়: ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
স্থান: লুসাইল স্টেডিয়াম
স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং
জিও সিনেমা
এছাড়া টাটা প্লে অ্যাপ ও ভোডাফোনের ভি-ওয়ান অ্যাপে ম্যাচ দেখা যাবে।