শনিবার বিশ্বকাপে দুটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রথম ম্যাচে নামছে পর্তুগাল ও মরক্কো। দ্বিতীয় ম্যাচে হাইভোল্টেজ লড়াইয নামবে ইংল্যান্ড ও ফ্রান্স। এই চার দলের মধ্যে দুটি দল সেমিফাইনালে উঠবে। জেনে নিন, কখন খেলা শুরু হবে, কোথায় দেখা যাবে ম্যাচ।
১০ ডিসেম্বর
ম্যাচ- পর্তুগাল বনাম মরক্কো
স্থান- আল থুমামা স্টেডিয়াম
সময়- সন্ধে সাড়ে ৮টা থেকে ম্যাচ
১১ ডিসেম্বর
ম্যাচ- ইংল্যান্ড বনাম ফ্রান্স
স্থান-আল বায়েত স্টেডিয়াম
সময়- রাত সাড়ে ১২টা থেকে
ভারতে খেলা দেখা যাবে:
স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং
জিও সিনেমা
এছাড়া টাটা প্লে অ্যাপ ও ভোডাফোনের ভি-ওয়ান অ্যাপে ম্যাচ দেখা যাবে।