সোমবার দল ঘোষণা করেছে ব্রাজিল। আর মঙ্গলবার কাতার যাচ্ছে আর্জেন্টিনা। তবে মেসি যাচ্ছেন না। তিনি পরে যাবেন বলেই জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। জানা গিয়েছে, পরের সপ্তাহে দোহায় দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক। আর তাঁকে স্বাগত জানাতে কাতারে এখন থেকেই তৈরি লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয়। ইতিমধ্যে ভারত মেসি জ্বরে কাবু। কেরলের নদীতে তাঁর কাট-আউট বসেছে।
আর্জেন্টাইন কোচ লিয়োনেল স্কালোনি জানিয়েছেন, কাতারের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই একটু আগে থেকে সেখানে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। কারণ, নভেম্বর-ডিসেম্বর মাসে উপসাগরীয় এই দেশে গরম খানিকটা কম থাকে। বিশেষ করে সন্ধে নামলে পারদও খানিকটা কমে যায়। এরমধ্যে আর্জেন্টাইন কোচের কাছে স্বস্তি ডি মারিয়া সুস্থ হওয়ায়।
এবার বিশ্বকাপে গ্রুপ সি থেকে আর্জেন্টিনার অভিযান। সঙ্গে আছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্য়ান্ড। যা গ্রুপ তাতে সহজেই নকআউটে উঠতে পারেন মেসিরা। এবারই শেষ বিশ্বকাপ খেলবেন লিও। আগে থেকেই বলে রেখেছেন, কাপটা জিতেই ফিরবেন। অপেক্ষা এখন ২২ নভেম্বরের। স্থানীয় সময় দুপুর বেলা আর্জেন্টিনার প্রথম ম্য়াচ। প্রতিপক্ষ সৌদি আরব।