লিগ পেয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। পড়ে রয়েছে নিয়মরক্ষার ডার্বি। আইএফএ বলছে, ম্যাচ হবে ৩০ নভেম্বর। মোহনবাগান বলছে, খেলবে না। এই টালবাহানায় বৃহস্পতিবারের বড় ম্যাচের ভবিষ্যৎ কী, তা বোঝা যেতে পারে আজ, বুধবারের দুপুরে।
প্রথমে অনুরোধ ও পরে চিঠি দিয়ে কলকাতা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-কে ডার্বি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল মোহনবাগান। চিঠিতে উল্লেখ করা হয়েছিল, এএফসি কাপ, আইএসএল এবং সুপার কাপের ব্যস্ততার কথা। তারা দাবি করেছিল, বড় ম্যাচ হোক ২৮ ডিসেম্বরের পরে। কিন্তু সবুজ-মেরুনের দাবি খারিজ করা হয়েছে।
আইএফএ জানিয়েছে, ৩০ নভেম্বরই হবে বড় ম্যাচ। মোহনবাগান না খেললে ওয়াক ওভার পাবে ইস্টবেঙ্গল। যদিও এরআগেও বড় ম্যাচে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল মোহনবাগান। সেই ম্যাচ ছিল কল্যাণীতে।