ইউরো কাপের প্রথম ম্যাচেই সহজ জয় সুইজারল্যান্ডের। হাঙ্গেরির বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিল সুইস ব্রিগেডের। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে একটি গোল খেলেও, ইনজুরি টাইমে গোল করে শেষ হাসি সুইসদের।
শনিবার ইউরো কাপের ম্যাচে ধারেভারে অনেকটাই এগিয়ে ছিল সুইজারল্যান্ড। প্রথম ১২ মিনিটে হাঙ্গেরির রক্ষণ ভেঙে গোল করেন খোয়াদো দুয়াহ। দারুণ একটি পাস থেকে গোল পান তিনি। প্রথমে গোলটি অফসাইডে বাতিল হলেও, VAR প্রযুক্তিতে স্কোরবোর্ডে এগিয়ে যায় সুইজারল্যান্ড। জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন দুয়াহ। প্রথম গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন মাইকেল এবিসর। ৪৫ মিনিটে টিমের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় হাঙ্গেরি। একটু গতি হারিয়েছিল সুইজারল্যান্ডের আক্রমণ। তারই সুযোগে প্রথম গোল করেন হাঙ্গেরির বার্নাবাস ভার্গা। গোল খাওয়ার পর খেলার ভোল পাল্টে ফেলে সুইস ব্রিগেড। পরপর আক্রমণ হানাতে থাকে হাঙ্গেরির রক্ষণে। হাঙ্গেরির ফুটবলারদের ক্লান্তির সুযোগে বারবার কাউন্টার অ্যাটাক। ইনজুরি টাইমে দলকে এগিয়ে দেন ব্রিল এম্বেলো। এই ম্যাচ জিতে গ্রুপ-এ থেকে এগিয়ে গেল সুইজারল্যান্ড।