এক দেশে জন্ম, অন্য দেশের হয়ে ফুটবল। এমনটা আগেও হয়েছে। কিন্তু কাতার যেন সব কিছুকে টেক্কা দিয়েছে। এবার বিশ্বকাপে ১৬ শতাংশ ফুটবলার, সীমানা পেরিয়ে অন্য দেশের জার্সিতে মাঠে নেমেছেন। জন্ম যেখানে, সেই দেশের বিরুদ্ধে গোল দিয়ে প্রচারের আলো পাওয়াও এবার বেশি। জানা গিয়েছে, কাতার বিশ্বকাপে মোট ১৩৬ জন ফুটবলার আছেন, যাঁদের জন্ম এক দেশে। কিন্তু অন্য দেশের জার্সি পরে খেলেছেন।
সুইৎজারল্যান্ড বনাম ক্যামেরুন ম্যাচ। এই ম্যাচে গোল পান ব্রিল এমবোলো। বিশ্বকাপের মঞ্চে সেটাই তাঁর প্রথম গোল। কিন্তু গোলের পর কোনও উচ্ছ্বাস নেই। শুধু গোল করে হাত একবার উপরে তুললেন। শ্রদ্ধা জানালেন, প্রতিপক্ষকে। ক্যামেরুনেই জন্ম তাঁর। বাবা এখনও সে দেশে থাকেন। মরক্কো এমন একটি দল, যাদের ২৬ জনের দলের অর্ধেকের বেশি ফুটবলারের জন্ম অন্য দেশেই। আশরাফ হাকিমির জন্ম মাদ্রিদে। কিন্তু বিশ্বকাপে তাঁদের বিরুদ্ধেই স্বপ্নভঙ্গ হল স্পেনের।
আরও পড়ুন: কেন বাদ দেওয়া হয়েছিল রোনাল্ডোকে, কোয়ার্টার ফাইনালে ওঠার পর মুখ খুললেন স্যান্টোস
তবে এই ট্রেন্ড কিন্তু নতুন নয়। বিশ্বকাপে আগেও হয়েছে এই ঘটনা। পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার ইউসেবিয়ের জন্ম আফ্রিকার একটি দেশে মোজাম্বিকে। ২০০২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরাস্লাভ ক্লোজে। তাঁর জন্ম কিন্তু পোল্যান্ডে।