২০১০ ফিফা বিশ্বকাপ। ! দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপের আসর বসেছিল। শাকিরার ওয়াকা ওয়াকার ছন্দে উদ্বেল হয় গোটা বিশ্ব। সেই স্বপ্নের মঞ্চে প্রথমবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই। রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা হয়ে উঠেছিল লা রোজা। নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার লক্ষ্য কাতার।
১২ বছর, অর্থাৎ একযুগ পার হয়েছে। কাতারে নেই বিশ্বকাপজয়ী টিমের অধিকাংশ সদস্য। নেই ইকর ক্যাসিয়াস, ডেভিড ভিয়া, আন্দ্রে ইনিয়েস্তা, জেরার্ড পিকে। সেই স্বপ্নের দলের সদস্যদের মধ্যে নেই জাভি, ফার্নান্ডো টরেস বা ডেভিড সিলভারা। হারিয়ে গিয়েছেন প্রতিভাবান সুপুরুষ সেজ় ফেব্রেগাসও। একমাত্র প্লেয়ার হিসেবে থেকে গিয়েছেন সার্জিও রামোস। তবে নতুন প্রতিভারও অভাব নেই টিমে। টিমের ডিফেন্স সামলাবেন, জর্ডি আলবা, মার্কো আলোন্সো, এরিক গার্সিয়ারা। মিডফিল্ডার হিসেবে অভিজ্ঞ ফুটবলার সার্জিও বাসকেটস, লরেন্তে, রবার্তো, থিয়াগোর মতো ফুটবলার টিমে আছেন। পাবলো সারাবিয়া, আলভারো মোরাতা, পেদ্রো রদ্রিগেজ়ের মতো তারকা ফুটবলার।
আরও পড়ুন: চোট পেয়ে অনিশ্চিত পোগবা, টানা দুবার বিশ্বজয়ই লক্ষ্য ফ্রান্সের
স্প্যানিশ টিমের ফুটবল শৈলীর আলাদা বিশেষত্ব নেই। একটাই আত্মবিশ্বাস, একবার হলেও তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ২০১৪ বিশ্বকাপে শেষ ১৬ থেকে ছিটকে যেতে হয়েছে টিমকে। ২০১৮ বিশ্বকাপে আয়োজক দেশ রাশিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় স্পেনকে। কাতার বিশ্বকাপে গ্রুপ E-তে পড়েছে স্পেন। ২৩ নভেম্বর কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ। এই গ্রুপেই আছে জার্মানি। ২৮ নভেম্বর জার্মানির বিরুদ্ধে নামবে স্পেন। এরপর তাদের প্রতিপক্ষ জাপান।