আন্তর্মহাদেশীয় কাপে সোমবার সিরিয়ার কাছে ০-৩ গোলের ব্যবধানে হারল টিম ইন্ডিয়া। গোটা ম্যাচে ভারতীয় ফুটবলাররা যে ফুটবল খেলেছেন, তা নিয়ে চিন্তা থাকবেই। সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় দলে গোল করার মতো ফুটবলার তৈরি হয়নি, তা যেন স্পষ্ট।
ম্যাচে প্রথম থেকেই দাপট নিয়ে শুরু করেছিল সিরিয়া। প্রথম ৭ মিনিটে এগিয়ে যায় তাঁরা। গোল করেন মাহমুদ আলাসওয়াদ। গোলে কার্যত কিছু করার ছিল না গুরপ্রীত সিংয়ের। পাঁচ মিনিট পর ফের ভারতের রক্ষণ ভেঙে যায়। কিন্তু সেবার সিরিয়ার আক্রমণ রুখে দেন গুরপ্রীত। গোটা ম্যাচে সিরিয়ার দিকে ঢুকতেই পারেননি কোনও ভারতীয় ফুটবলার। ম্যাচের প্রথম ২৬ মিনিটে প্রথম ক্রস আসে ভারতের। কিন্তু গোলের সুযোগ আসেনি। বেশ কয়েকবার আক্রমণে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আশিস রাই ও আপুইয়াকে নামান কোচ মার্কেজ। ছাংতে ও নন্দকুমার দুটি সুযোগ নষ্ট করেন। ৮৭ মিনিটে এডমুন্ডের শট বাঁচিয়ে দেন সিরিয়ার গোলকিপার। অতিরিক্ত সময় লিস্টন কোলাসোর একটি শট ক্রসবারে লাগে। এরপরই তিন নম্বর গোল করে সিরিয়া।