দেশের জার্সি তুলে রেখেছিলেন আগেই। এবার ক্লাবের জার্সিও খুলে ফেললেন। সবরকম ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন সুইডিস ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ। রবিবার ইতালির এসি মিলান থেকেই ফুটবল থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন ৪১ বছরের এই তারকা। গত কয়েকদিন ধরেই চোটের কারণে নিয়মিত হতে পারছিলেন না। তিনি জানিয়েছেন, শরীর তাঁকে ফুটবল থেকে দূরে ঠেলে দিতে বাধ্য করল। ১৯৯৯ সালে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। সুইডেনের হয়ে ১২১ ম্যাচে ৬২ গোল ছিল ইব্রাহিমোভিচের।
বেশ কয়েক বছর ধরেই ইতালির এই ক্লাবে খেলছিলেন ইব্রা। লিগও জিতিয়েছে এসি মিলানকে। কিন্তু গত বছর থেকে ক্রমাগত চোট তাঁকে মাঠের বাইরে ঠেলে দিচ্ছিল। তাই রবিবার রাতে অবসর ঘোষণার সময় বারবার বলেন, তাঁর শরীর তাঁকে ফুটবল থেকে দূরে ঠেলে দিল।