ফ্রিকিক নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সুনীল ছেত্রী। একাধিকবার কেরল ব্লাস্টার্সের সমর্থকদের ঘৃণার শিকারও হয়েছেন। পোড়ানো হয়েছে তাঁর কুশ পুতুল। তাঁর পরিবারকেও আক্রমণ করা হয়েছে। এই বার সেই প্রসঙ্গে মুখ খুললেন সুনীলের স্ত্রী সোনম ভট্টাচার্য। ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন সোনম। শান্ত হতে বললেন সমর্থকদের। যদিও কটাক্ষ করতে ছাড়েননি সোনম।
কী লিখেছেন সোনম?
'ফুটবল, শত্রুতা, আবেগ, সমর্থনের মাঝে ভদ্র এবং দয়ালু থাকতে ভুলে গিয়েছি আমরা। আশা করি সমাজমাধ্যমে আপনাদের ঘৃণা, খারাপ ভাবনাচিন্তা এবং হতাশাপ্রকাশ করা শেষ হয়েছে। এবার ফিরে গিয়েছেন নিজের বাড়িতে প্রিয় লোকজনদের মাঝে। আশা করি এভাবে আপনারা যা চাইছিলেন তা পেয়ে গিয়েছেন।'
এছাড়াও সোনমের লেখেন, 'কেরল খুব ভাল একটা রাজ্য। সেখানে ভদ্র মানুষের বাস। তাই কোনও ধরনের ঘৃণাই আমার ধারণাকে বদলাতে পারবে না। ফুটবল অবশ্যই মানুষকে আবেগপ্রবণ করে তোলে, কিন্তু শেষ বাঁশি বাজার পর ভদ্রতাকে প্রাধান্য দেওয়া উচিত।'