দেশের জার্সিতে ইতিমধ্যে ৯৩টি গোল করেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। এবার তাঁর সামনে নতুন এক মাইলস্টোন। মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে নিজের ১৫০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবেন সুনীল। অথচ সুনীল নাকি স্বপ্নেও ভাবেননি তিনি দেশের হয়ে খেলবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, যখন দিল্লিতে সুব্রত কাপ খেলতেন তখন স্বপ্নেও ভাবেননি তিনি দেশের হয়ে খেলবেন। ক'দিন আগেও নাকি তিনি জানতেনই না এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন - নববর্ষে ইডেন গার্ডেন্সে মেগা লড়াই, লখনউর মুখোমুখি KKR
তাঁর কথায়, যখন বিষয়টা নিয়ে ভাবেন তখন বুঝতে পারেন এটি তাঁর জীবনের অবিশ্বাস্য এক প্রাপ্তি। তিনি অত্যন্ত ভাগ্যবান এবং সবার কাছে কৃতজ্ঞ। সক্রিয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে গোলের তালিকায় তিন নম্বর স্থানে রয়েছেন সুনীল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পরেই তাঁর নাম।