প্রকাশিত হল বাবলু। শনিবার মোহনবাগান দিবসের প্রথম পর্যায়ের অনুষ্ঠানে প্রকাশ পেল প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী। এদিন বিকেলে ঝটিকা সফরে কলকাতা এসে এই বইয়ের উদ্বোধন করলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন ময়দানের বাকি প্রাক্তন তারকারা।
বাংলা-ইংরেজি মিশিয়ে নিজের ভাষণে কলকাতাকে তুলে ধরলেন সুনীল। তুলে ধরলেন সুব্রত ভট্টাচার্যের কোচিং নিজের ফুটবল জীবনকে। বাংলার কাছে ক্ষমা চাইলেন ঠিক ভাবে বাংলা বলতে না পারার জন্য।
আর সুনীল প্রসঙ্গে সুব্রত ভট্টাচার্যের উত্তর, আজ যা কিছু তা সবটাই সুনীল নিজের যোগ্যতায় করেছেন। ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ বাংলার প্রাক্তন এই ফুটবলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, মোহনবাগান ক্লাব নিয়ে তাঁর আবেগের কথা।