কলকাতা লিগের জন্য কোচের নাম আগেই ঠিক করে ফেলছিল ইস্টবেঙ্গল। এবার আইএসএলের জন্য ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের নাম ঘোষণা করল লাল-হলুদ। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রস্তাব গ্রহণ করেছেন স্টিফেন। ভারতে আসার জন্য ভিসার আবেদনও করেছেন।
ক্লাব কর্তারা জানিয়েছেন, প্রথম থেকেই তাঁরা স্টিফেনকেই চেয়েছিলেন। কিন্তু তাঁদের কথা নাকি শোনা হয়নি। গত এগারো বছর ভারতীয় ফুটবলে কোচিং করিয়েছেন এই ব্রিটিশ। এই দীর্ঘসময়ে ভারতীয় দলকে এশিয়ান কাপ খেলানো ছাড়াও তিনি জিতেছেন এলজি কাপ ও সাফ কাপ। ফলে স্টিফেনকে বেছে নেওয়ার পিছনে লাল-হলুদ কর্তাদের যুক্তি, এমন একজন বিদেশিকে কোচকে প্রয়োজন, যিনি ভারতীয় ফুটবল পরিকাঠামো ও ভারতীয় ফুটবলারদের হাতের তালুর মতো চেনেন।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে বড় ধাক্কা ভারতের, চোটের কারণে ছিটকে গেলেন নীরজ চোপড়া
এদিকে, সূত্রের খবর, ইস্টবেঙ্গল ও ইমামি দু’পক্ষের কর্তারাই আশা করছেন বৃহস্পতিবারের মধ্যেই চুক্তি সই হয়ে যাবে। আপাতত যা পরিস্থিতি, তার মধ্যে দু’পক্ষের চুক্তির আইনি কাগজপত্র তৈরি হয়ে যাবে। বুধ অথবা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে চুক্তির কথা ঘোষণা করবে নতুন কোম্পানি ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা।