প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিল, তাঁরা কেন ফেভারিট। গ্রুপের শেষ ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারাল স্পেন। জিতে গ্রুপ শীর্ষে থেকে শেষ ১৬-তে উঠল দল। গোল করলেন ফেরান টরেস।
আগেই শেষ ১৬-তে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছিল স্পেনের। তাই কোনও ঝুঁকি নিতে চাননি স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। গত ম্যাচের দল সম্পূর্ণ বদলে ফেলে স্পেন। ম্যাচের শুরু থেকে আলবেনিয়া বারবার আক্রমণে যাচ্ছিল। প্রথমার্ধে ১২ মিনিটের মধ্যে দুবার গোলের সুযোগও তৈরি করে তাঁরা। কিন্তু ১৪ মিনিটে দানি ওলমোর নিখুঁত পাস থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন ফেরান টরেস।
দ্বিতীয়ার্ধে আলবেনিয়া সুযোগই পায়নি। স্পেন নিজেদের মধ্যে বলের দখল রেখে খেলা এগিয়ে নিয়ে যায়। কয়েকবার প্রতিআক্রমণে উঠলেও সুযোগ কাজে লাগাতে পারেনি।