ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করত স্পেন। ইউরো কাপের হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলল স্পেন। ১-০ গোলের ব্যবধানে জয়ী তাঁরা। তবে নিজগোলেই হার আজুরির।
এদিন হাইভোল্টেজ ম্যাচে ৩ গোলে এগিয়ে যেতে পারত ইতালি। ইতালির রক্ষণে বারবার আক্রমণ করে স্প্যানিশ আর্মাডা। পেদ্রি, মোরাতারা বারবার গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু ইতালির গোলকিপার ডোনারুম্মার দুরন্ত সেভে গোল খাওয়া থেকে বাঁচে ইতালি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ নষ্ট করেন পেদ্রি। ৫৫ মিনিটে প্রথম গোল আসে। রিকার্ডো কালাফিয়োরির ভুলে নিজের গোলেই বল ঢুকিয়ে দেয় ইতালি। এরপরেও বারবার আক্রমণ শানায় স্পেন। গোটা ম্যাচে সেভাবে পাল্টা আক্রমণে যেতেই পারেনি ইতালি। শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওই ম্যাচে জয় অথবা ড্র চাই। হারলেই গ্রুপ বি থেকে চাপে পড়ে যাবে আজুরিরা।