কাতারে মাঠে নামার আগেই চমক দিল স্পেন। বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলা হল বিশ্বজয়ী সার্জিও রামোসকে। শুক্রবার কাতারের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে লা রোজা। শুধু রামোস নন, বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে লিভারপুলের ফুটবলার থিয়েগো আলকানতারাকেও।
২০০৮ সালে ইউরো, ২০১০ সালে বিশ্বকাপ আবার ২০১২ সালে ইউরো জয়। তিকিতাকা ঝড়ে একসময় ফুটবল দুনিয়াকে মুগ্ধ করেছিল স্পেন। ২০১২ সালে ইউরোজয়ী স্পেন দলের অধিনায়কও ছিলেন রামোস। একইসঙ্গে জানা গিয়েছে, ম্য়ানচেস্টার ইউনাইডেটের ফুটবলার ডেভিড ডি গিয়া এবং রিয়াল মাদ্রিদ ফুটবলার নাচো দলের সঙ্গে কাতার যাচ্ছেন না।
স্পেনের কোচ লুই এনরিকে জানিয়েছেন, অভিজ্ঞতা ও তারণ্যের মিশেলে এবার তাঁর দল তৈরি করা হয়েছে। তাই লা-লিগার বিস্ময় আনসু ফাতির সঙ্গেই দলে রাখা হয়েছে সার্জিও বুসকেত, দানি কারভাজেলর মতো দীর্ঘ আন্তর্জাতিক ম্য়াচ খেলা ফুটবলারকেও।
২০১৪ এবং ২০১৮ এই দুটি বিশ্বকাপে মোটেই আহমরি নয় স্পেনের পারফরম্য়ান্স। কাতারে এবার বেশ শক্ত গ্রুপেই স্পেন। গ্রুপ-ইতে তাদের সঙ্গে আছে জার্মানি, কোস্টারিকা এবং জাপান। ২৩ নভেম্বর স্পেনের প্রথম ম্য়াচ। প্রতিপক্ষ কোস্টারিকা।