আফ্রিকান কাপ অফ নেশনসে (African Cup Of Nations) এই প্রথম চ্যাম্পিয়ন হল সেনেগাল (Senegal)। মহম্মদ সালাহর (Mohammed Salah) টিম ইজিপ্টকে (Egypt) পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারাল সাদিও মানের (Sadio Mane) টিম সেনেগাল। সেনেগাল আগেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি নষ্ট করেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে।
রবিবার আফ্রিকান কাপের ফাইনাল গড়ায় পেনাল্টি শুটআউটে। ম্যাচে পেনাল্টি নষ্ট করলেও টিমের হয়ে শুটআউটে শেষ গোল করে টিমকে জয় এনে দেন সাদিও মানে। শুটআউটে সুযোগই পাননি সালাহ। ইজিপ্টের দুই ফুটবলার শুটআউটে গোল মিস করেন। সেখানেই টিমের জয়ের সুযোগ শেষ হয়ে যায়।
আরও পড়ুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন, ৩৭ বছরে পা রাখলেন পর্তুগাল তারকা
এর আগে দুবার আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে গিয়ে হেরেছে সেনেগাল। ২০১৯ সালে আলজেরিয়ার বিরুদ্ধেও হারতে হয়েছিল। এবার প্রথম চ্যাম্পিয়ন হয় সেনেগাল।