ইউরো কাপে রবিবার রাতে ইতিহাসের সামনে দাঁড়িয়ে স্কটল্যান্ড। ভারতীয় সময় রবিবার রাতে নামছে স্কটিশ ফুটবল টিম। এই ম্যাচে জিতলেই নকআউট স্টেজে পৌঁছে যাবে। গ্রুপের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ হাঙ্গেরি।
৮ বার বিশ্বকাপে, ৩ বার ইউরো কাপ টুর্নামেন্টে গ্রুপ পর্বে থেকেই বিদায় নিতে হয়েছে স্কটল্যান্ডকে। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছিল স্কটল্যান্ড। শেষ ম্যাচে হাঙ্গেরিকে হারিয়ে ইতিহাস লিখতে চাইছেন স্কটিশ ফুটবলাররা।
এদিকে স্টুটগার্ট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় খুঁজছে হাঙ্গেরিও। প্রথম ম্যাচে জার্মানির বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হারতে হয়েছে। ফিফা ব়্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে আছে তাঁরা। এই ম্য়াচ জিতলেও নকআউটে ওঠার আশা নেই। জিতেই টুর্নামেন্ট শেষ করতে চাইছে হাঙ্গেরি।