আইএসএলের (ISL) অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে আজ, শুক্রবার খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল।
চলতি মরশুমে ৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে লাল হলুদের। একটিও জিততে পারেনি তারা। পয়েন্ট তালিকায় রয়েছে সবার শেষে। তার উপর চোট সমস্যায় জর্জরিত গোটা দল। দুই বিদেশি ডিফেন্ডার চোটের জন্য ছিটকে গিয়েছেন। সাসপেনশনে রয়েছেন সেরা বিদেশি পেরিসেভিচ। চোট রয়েছে ডাচ মিডফিল্ডার সিডলেরও। চূড়ান্ত অফ ফর্মে বাকি দুই বিদেশি চিমা এবং আমির।
আরও পড়ুন: Sandesh Jhingan: ক্রোয়েশিয়ার ক্লাব থেকে সবুজ মেরুনে প্রত্যাবর্তন সন্দেশ ঝিঙ্গানের
অর্ন্তবর্তীকালীন কোচ হিসাবে আজও লাল হলুদের ডাগ আউটে বসবেন রেনেডি সিং। আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাঁর পরিচালনায় অপেক্ষাকৃত ভালো ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল। তবে মুম্বই অনেক কঠিন প্রতিপক্ষ।