গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হার। সোমবার আইএসএলে (ISL 2022) কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে নামবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ওড়িশা এফসির বিরুদ্ধে হারের পর প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেছে লাল-হলুদ ব্রিগেডের। সম্মানরক্ষার তাগিদেই এই ম্যাচ জিততে চায় ইস্টবেঙ্গল।
সহজ প্রতিপক্ষ নয় ইস্টবেঙ্গল শিবির। তবে সোমবার তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে কেরল ব্লাস্টার্স। লিগ টেবিলের প্রথম দুই টিম হায়দরাবাদ এফসি ও এটিকে মোহনবাগান। প্লে-অফে ওঠার লড়াইয়ে জিততেই হবে এই ম্যাচ। এরপর কেরল ব্লাস্টার্সের সামনে চেন্নাইয়িন এফসি, মুম্বই সিটি ও এফসি গোয়া।
আরও পড়ুন: নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়, পয়েন্ট টেবলের দুই নম্বরে এটিকে মোহনবাগান
ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "লিগের শীর্ষে থাকা টিম এখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে চায় না। কারণ তারা জানে, ইস্টবেঙ্গলকে হারানো কঠিন। আগামী ম্যাচে জয়ের লক্ষ্যে নামবে টিম।"