আইএসএলের (ISL) মাঝপথে আবারও দারুণ শক্তিশালী হয়ে উঠল এটিকে মোহনবাগানের রক্ষণভাগ। ক্রোয়েশিয়ার ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হল সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan)। সবুজ মেরুন জার্সিতে প্রত্যাবর্তন হতে চলেছে দেশের সেরা ডিফেন্ডারের।
ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের সঙ্গে সম্পর্ক শেষ করে আবার এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) ফিরলেন সন্দেশ ঝিঙ্গন। সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে সবুজ-মেরুনের তরফে।
আরও পড়ুন: ISL: ১২ সেকেন্ডে গোল করে আইএসএলে ইতিহাস উইলিয়ামসের, শেষ বেলায় গোল খেয়ে ড্র এটিকে-মোহনবাগানের
গত মরসুমে এটিকে মোহনবাগানেই ছিলেন সন্দেশ। কিন্তু ইউরোপীয় ক্লাবে খেলা ছিল তাঁর কাছে স্বপ্ন। তাই সিবেনিকের প্রস্তাব পাওয়ার পর দু’বার ভাবেননি। সবুজ-মেরুনের সঙ্গে সম্পর্ক ছেদ করে পাড়ি দেন ক্রোয়েশিয়ায়।
এএফসি কাপের যোগ্যতা অর্জন করায় তাঁকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল সবুজ-মেরুন। কিন্তু লাভ হয়নি। চুক্তি অনুযায়ী তাঁকে ছেড়ে দিতেই হত।
কিন্তু সিবেনিকের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি সন্দেশ। দলের সঙ্গে দ্বিতীয় বার অনুশীলন করার সময়েই চোট পান। চিকিৎসা করাতে ফিরে আসেন ভারতে। তখন থেকেই দেশে রয়েছেন। এরপর সিবেনিকের ছাড়পত্র পেয়ে যোগ দিলেন পুরনো দলে।