৩৭ বছরে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। সোশাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসলেন রোনাল্ডোর অনুগামীরা (Ronaldo Fans)। ফুটবল বিশ্বে সর্বাধিক গোল এখন তাঁর নামের পাশেই। ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) এই তারকা ফুটবলার যে সর্বকালের সর্বসেরা, জন্মদিনে অনুরাগীরা সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন। জন্মদিনে আরও একবার দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড গড়েছেন পর্তুগিজ ফুটবলার (Portuguese Footballer)।
ফুটবল বিশ্বে সর্বাধিক গোল রোনাল্ডোর নামের পাশেই। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে ৮০৩টি গোল করেছেন রোনাল্ডো।
ফুটবল ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক গোলের রেকর্ডও রোনাল্ডোর। ইরানি লেজেন্ডারি ফুটবলার আলি দায়ির রেকর্ড ভেঙেছেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে করেছেন ১১৫টি গোল।
প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ড, ইতালি ও স্পেনের লিগ ফুটবলে সর্বাধিক স্কোরার নির্বাচিত হয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে সবথেকে বেশি মরশুমে সর্বাধিক গোল করার রেকর্ড আছে রোনাল্ডোর নামে।
আরও পড়ুন: হ্যাপি বার্থ ডে নেইমার....
রোনাল্ডো শুধু ফুটবল মাঠেই জনপ্রিয় নন। আন্তর্জাতিক আইকন তিনি। সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্স সংখ্যা যে কোনও সেলিব্রিটির ঈর্ষার কারণ। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা ৩৯৯ মিলিয়ন। জন্মদিনে অনেক শুভেচ্ছা ফুটবল তারকাকে।