মরশুম শেষে ক্লাব ছাড়ছেন মেসি। এবার কি সেই পথেই রোনাল্ডো? জল্পনায় জল ঢাললেন CR7।
জানিয়েছেন, আল নাসেরে সুখেই রয়েছেন তিনি। ফুটবল বিশ্বকাপের পর সৌদির আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ওই ক্লাবে তিনি কতদিন খেলবেন সেবিষযে জল্পনা চলছিল। যদিও এখনই তাঁর দলবদলের কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানিযেছেন রোনাল্ডো। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁদের দল যথেষ্ট প্রতিভাবান। তবে প্রযুক্তির দিক থেকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন রোনাল্ডো।
চলতি মরশুমে ১৬ ম্য়াচে ১৪ গোল করেছেন রোনাল্ডো। যদিও বর্তমানে পেশিতে চোট রয়েছে তাঁক। চলতি মাসেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাচ রয়েছে তাঁর। সেখানে বসনিয়া এবং আইসল্যান্ডের বিরুদ্ধে খেলবেন CR7।
এদিকে PSG র কোচ ক্রিস্টোফ গালতিয়ে জানিয়েছেন চলতি মরশুম শেষেই ক্লাব ছাড়ছেন লিওনেল মেসি। যদিও প্য়ারিশ ছাড়লেও তিনি কোন দলে যাচ্ছেন সেবিষয়ে এখনই মুখ খোলেননি তিনি।