বিশ্বকাপের শেষ ১৬-এ নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সুইজ়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই জানা গিয়েছে, পর্তুগালের রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে তাঁকে। কোচের সঙ্গে সংঘাতের কারণেই কি বাদ পড়লেন রোনাল্ডো, তা যদিও জানা যায়নি।
গত ম্যাচে তাঁকে মাঝপথে তুলে নেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি রোনাল্ডো। প্রকাশ্যে কোচের উপর ক্ষোভ প্রকাশ করেন রোনাল্ডো। মাঠ থেকে বেরোনোর সময় মুখে আঙুল দেখান রোনাল্ডো। পরে যদিও বলেন, তিনি কোচকে উদ্দেশ্য করে কিছু বলেননি। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন পর্তুগালের জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস। তিনি জানান, রোনাল্ডোর আচরণ তাঁর ভাল লাগেনি। কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ। তবে তিনি জানান, ম্যাচে নামার আগে দল ঠিক করেন তিনি। মঙ্গলবার প্রি-কোয়ার্টারে সুইৎজারল্যান্ড ম্যাচের আগে টিমের প্রথম একাদশে রাখা হয়নি রোনাল্ডোকে।
গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয় পর্তুগালকে। রোনাল্ডোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ ফার্নান্দো স্যান্টোস। রোনাল্ডো মুখে আঙুল দেখান। রোনাল্ডোর দাবি, দক্ষিণ কোরিয়ার এক ফুটবলার তাঁকে মাঠ থেকে বেরোতে বলছিলেন। তাঁকে চুপ করতে বলেন তিনি।