East Bengal: আরজি কর কাণ্ডে প্রতিবাদ, কলকাতা লিগে ইস্টবেঙ্গল গ্যালারিতে ব্যানার, রেনবোর বিরুদ্ধে জয়

Updated : Aug 20, 2024 19:53
|
Editorji News Desk

আশঙ্কা ছিল কলকাতা ডার্বিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হবে যুবভারতী। নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছিল ডার্বি। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে রেনবো-কে ২-০ গোলের ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল। গোলের পর আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ ফুটবলারদের। গ্যালারিতেও উঠল স্লোগান। গ্যালারিতে দেখা গেল আরজি কর নিয়ে পোস্টারও।

এদিন বৃষ্টিতে মাঠে দর্শক সংখ্যা কম ছিল। প্রায় ১০০০-১২০০ সমর্থক মাঠে গিয়েছিলেন। প্রথম দিকে তেমন পোস্টার, প্ল্যাকার্ড দেখা যায়নি। কিন্তু পরে দেখা যায়, গোলপোস্টের পিছনে একটি বড় ব্যানার। তাতে লেখা, "তোমার শহর, আমার শহর, পাশে আছি আরজি কর।" খেলা শুরুর আগে রেনবোর ফুটবলাররা একটি জার্সি নিয়ে দাঁড়ান। তাতে আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি তোলা হয়। 

ম্যাচে প্রথমার্ধে গোল হয়নি। বৃষ্টি হওয়ায় মাঠের বেশ কিছু জায়গায় জল জমে। দ্বিতীয়ার্ধে বৃষ্টি কিছুটা কম হওয়ায় খেলার গতি বাড়ায় লাল-হলুদ শিবির। ৭৫ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সঞ্জীব ঘোষ। গোল করার পরই সাইডলাইন থেকে লাল জার্সি নিয়ে গ্যালারির সামনে দাঁড়ান ফুটবলাররা। লেখা ছিল, "জাস্টিস ফর আরজি কর।" ফুটবলারদের দেখে গ্যালারিতেও স্লোগান ওঠে। ম্যাচের ইনজুরি টাইমে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন আশিক। ম্যাচ শেষ হওয়ার পরেও সমর্থকদের স্লোগান শোনা যায়। ফুটবলাররা এভাবে প্রতিবাদ করবেন, তা জানতেন না বলেই দাবি কোচ বিনো জর্জের। তিনি জানান, সারা দেশই তো বিচার চাইছে। তিনিও চান, বিচার হোক।  

East Bengal

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও