৬-১। সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে পর্তুগাল। রিজার্ভ বেঞ্চে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর পরিবর্তে অভিষেক ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করলেন গনজালো রামোস (Goncalo Ramos)। ১৭ বছরে বিশ্বকাপ খেলতে নেমে হ্যাটট্রিক করেছিলেন পেলে। ২১ বছর বয়সে রোনাল্ডোর পরিবর্তে নেমে হ্যাটট্রিক করলেন তিনি। কাতার বিশ্বকাপে এটিই প্রথম কোনও ফুটবলারের হ্যাটট্রিক।
রোনাল্ডোকে প্রথম একাদশে নামাননি কোচ ফার্নান্দো স্যান্টোস। তাতে যেন টিমের গতিই পাল্টে গেল। মাত্র ১৭ মিনিটে ফেলিক্সের পাস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রামোস। ৩৩ মিনিটে টিমকে ২-০ গোলে এগিয়ে দেন পেপে। ৩৯ বছর বয়সে বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন পেপে। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফের গোল পান রামোস। ৫৫ মিনিটে আরও একটি গোল আসে রাফায়েল গুয়েরেরোর শট থেকে। ম্যাচের ৬৭ মিনিটে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন রামোস। ৫৮ মিনিটে গোল পান সুইস ফুটবলার ম্যানুয়েল আকাঞ্জি। ইনজুরি টাইমে আরও একটি গোল করেন পর্তুগিজ ফুটবলার লিয়াও। খেলা শেষ হয় ৬-১ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে নামবে পর্তুগাল।
আরও পড়ুন: দল থেকে বাদ পড়লেন রোনাল্ডো, সুইৎজারল্যান্ড ম্যাচে রিজার্ভ বেঞ্চে CR7
এর আগে দুটি ম্যাচে রোনাল্ডোর পরিবর্তে মাঠে নেমেছিলেন রামোস। কিন্তু এদিন কোচ ফার্নান্দো স্যান্টোস তাঁকে প্রথম একাদশে আনেন। এবার কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন রামোস। ম্যাচের ৭৩ মিনিটে মাঠে নামেন রোনাল্ডো। একটি গোল করলেও তা অফসাইড হয়ে যায়। এরপর আর গোল পাননি সিআর সেভেন।