শনিবার থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নক-আউট পর্ব। বদলে যাচ্ছে ম্যাচের টাইমিং। এবার রোজ মাত্র ২ টি করে ম্যাচ। প্রত্যেকটি ম্যাচেই শেষ হয়ে যাবে এক একটি টিমের বিশ্বকাপ স্বপ্ন। শুরু হয়ে যাবে এক্সট্রা টাইম ও পেনাল্টি শুট-আউট। ইনজুরি টাইম নিয়ে এমনি প্রত্যেক ম্যাচ লম্বা হচ্ছে। জেনে নিন, কতক্ষণ করে চলবে এক একটি ম্যাচ। কোথায় দেখা যাবে সম্প্রচার।
নেদারল্যান্ডস বনাম আমেরিকা
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
ভারতীয় সময় সন্ধে ৮টা ৩০ মিনিট
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
আহমেদ বিন আলি স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
ইনজুরি টাইমের পর শুরু হবে একস্ট্রা টাইম। অর্থাৎ ৯০ মিনিটের পর চলবে স্টপেজ টাইম। এবার ইংল্যান্ড বনাম ইরান ম্যাচে সর্বাধিক ২৭ মিনিট স্টপেজ টাইম দেওয়া হয়েছিল। যা রেকর্ড। এরপর ৩০ মিনিট এক্সট্রা টাইম। সেখানেও খেলার মীমাংসা না হলে পেনাল্টি শুটআউট। অর্থাৎ, সাড়ে ৮টায় ম্যাচ শুরু হলে ১০টা ৩০ মিনিট নাগাদ ম্যাচ শেষ হবে। এক্সট্রা টাইম ও পেনাল্টি হলে খেলা শেষ হতে সাড়ে এগারোটা বাজবে। রাতে সাড়ে বারোটার ম্যাচ শেষ হওয়ার কথা আড়াইটে নাগাদ। এক্সট্রা টাইম হলে তা শেষ হবে রাত ৩.১৫ মিনিট নাগাদ।