সব খেলা শেষ। রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। এই প্রথম ফুটবলের মহাযজ্ঞ হবে কোনও আরব দেশে। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে কাতার। ২০ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ১৮ ডিসেম্বর। কাতারেই শেষবার অনুষ্ঠিত হবে ৩২ দেশের বিশ্বকাপ।
রবিবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় হবে বিশ্বকাপের কিক-অফ। প্রথম ম্য়াচে মুখোমুখি হবে আয়োজক কাতার ও ইকুয়েডর। ২০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপের ম্য়াচ। প্রথম দু দিন বাদ দিলে এবার কাতারে একদিনে চারটি করে গ্রুপের ম্য়াচ খেলা হবে। সেই ম্য়াচগুলি হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে, সন্ধে সাড়ে ছটা, রাত সাড়ে নটা এবং মধ্যরাত সাড়ে বারোটায়। গ্রুপের অন্তিম পর্যায়ের ম্য়াচ হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটা এবং মধ্যরাত সাড়ে বারোটায়। কারণ, প্রতিটি গ্রুপের শেষ ম্য়াচে একই সময়ে খেলবে চারটি করে দল।
৩ ডিসেম্বর থেকে শুরু হবে প্রি-কোয়ার্টার ফাইনাল। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় সময় রাত সাড়ে আটটা এবং মধ্য়রাত সাড়ে বারোটায় ম্য়াচ হবে। ৯ ও ১০ ডিসেম্বর হবে কোয়ার্টার ফাইনাল। এই পর্যায়ের ম্য়াচ টেলিভিশনে দেখা যাবে রাত সাড়ে আটটা এবং মধ্যরাত সাড়ে বারোটায়। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ১৩ ও ১৪ ডিসেম্বর। ভারতীয় সময় ম্য়াচ দেখা যাবে মধ্য়রাত সাড়ে বারোটায়। তৃতীয় স্থানের ম্য়াচ হবে ১৭ ডিসেম্বর। খেলা হবে রাত সাড়ে আটটায়। আর ফাইনাল ১৮ ডিসেম্বর। কিক-অফ হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়।
মোট ৮টি গ্রুপে ৩২টি দলকে ভাগ করা হয়েছে। বিশ্ব ফুটবলের কুলীন দেশগুলির মধ্যে ইংল্য়ান্ডই প্রথম মাঠে নামবে। ২১ নভেম্বর ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটায় তাদের প্রতিপক্ষ ইরান। মেসির আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্য়াচ ২২ নভেম্বর। ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটের সময় প্রতিপক্ষ সৌদি আরব। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রথম ম্য়াচ ২৩ নভেম্বর। ভারতীয় সময় মধ্য়রাত সাড়ে বারোটায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ওই দিনই ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটায় চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির প্রথম ম্যাচ। প্রতিপক্ষ জাপান। ২৪ নভেম্বর বিশ্বকাপ শুরু করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষ ঘানা। ম্য়াচ শুরু ভারতীয় সময় রাত সাড়ে নটায়। ওই দিনই ভারতীয় সময় মধ্যরাতে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া।