বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে গোটা দুনিয়া। কাতারে আর কয়েকদিন পরই শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ। এবার বিশ্বকাপে ম্যাসকটের (Qatar World Cup 2022 Mascot) নাম লায়িব (Laaeb)। ফিফা জানিয়েছে, এই আরবি শব্দের অর্থ দক্ষ খেলোয়াড়।
গত এপ্রিল মাসে দোহায় বিশ্বকাপের ম্যাসকটের ছবি ও নাম প্রকাশ্যে এনেছে ফিফা (FIFA)। সাদা পোশাক পরা এক কিশোরের আদলে তৈরি করা হয়েছে লায়িবকে। তার সামনে একটি ফুটবল। পোশাকে কাতারি আঙ্গিক। প্রত্যেক ম্য়াসকট তৈরির একটি গল্প তৈরি করে ফিফা। লায়িবের গল্প হিসেবে বলা হয়েছে, এক সাহসী তরুণ। যে সব বিশ্বকাপ দেখেছেন। আয়োজক দেশ কাতার মনে করছে, এই বিশ্বকাপকেও আকর্ষণীয় করে তুলবে লায়িব। ফিফা জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্য়াপের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় অ্য়াপগুলিতে লায়িবের স্টিকারও পাওয়া যাবে।
আরও পড়ুন: এবার বিশ্বকাপের আল রিয়েহেলা বলে খেলা, দ্রুত গতিতে ছুটবে হাওয়ায়, থাকছে অত্যাধুনিক প্রযুক্তিও
মধ্যপ্রাচ্যে প্রথমবার ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবার আরব দেশে বিশ্বকাপকে অন্য আঙ্গিকে মেলে ধরতে চাইছে ফিফা। তবে ফুটবলবিশ্বে নিজেদের মর্যাদা ধরে রাখতে বদ্ধপরিকর ফুটবল নিয়ামক সংস্থা। বিশ্বকাপের ম্যাসকট লায়িব তরুণ প্রজন্মকে ফুটবলে আরও উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে।