বিশ্বজুড়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা তুঙ্গে । রবিবার কাতারে বিশ্বকাপের প্রথম ম্যাচ । সেই ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর । প্রথম ম্যাচে জয়ী কে হবে ? এই নিয়ে নানারকম জল্পনা শুরু হয়েছে । তবে,ইতিমধ্যেই ম্যাচের ভবিষ্যৎবাণী করে ফেলেছে এক বাজপাখি । কাতারবাসীদের পোষ্য, অন্যতম প্রিয় বাজপাখির ভবিষ্যৎবাণী বলছে, প্রথম ম্যাচ কাতার নয়, জিতবে ইকুয়েডর ।
কাতারবাসীদের কাছে বাজপাখি ঘরের সদস্যের মতো । শিকারের জন্য এখানে বাজপাখিদের প্রশিক্ষণ দেওয়া হয় । এমনই এক বাজপাখি সংগ্রাহক বা প্রশিক্ষক আল মুহান্নাদি তাঁর বাজপাখিকে দিয়ে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভবিষ্যৎবাণী করেছেন সম্প্রতি । রাজধানী দোহার উত্তরে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে আলখোরে মরুভূমির মাঝে প্রথম ম্যাচের ভবিষ্যৎবাণী করতে কাজে লাগান পোষা বাজপাখি নেইআর । ড্রোনের সাহায্যে দুই দেশের পতাকা আকাশে উড়িয়ে দেন । বাজপাখিকে আকর্ষণের জন্য দুই পতাকার সঙ্গে একটুকরো করে পায়রার মাংস বেঁধে দেন । তারপর কাতারের পতাকা নিয়ে আসার আহ্বান জানিয়ে নেইআর নামের বাজপাখিটিকে উড়িয়ে দেওয়া হয় । প্রথমে কাতারের পতাকার দিকে গেলেও শেষপর্যন্ত ইকুয়েডরের পতাকাই নেয় নেইআর ।
আল মুহান্নাদি জানিয়েছেন, বাজপাখিটি ইকুয়েডরের পতাকা তুলেছে । তবে, তিনি আশা করছেন কাতারই জিতবে । একইসঙ্গে ইকুয়েডরকেও সমর্থন করার কথা জানিয়েছেন তিনি । ফুটবল ও বাজপাখি...দুইয়ের সঙ্গে কাতারবাসীদের আবেগ ভীষণভাবে জড়িয়ে ।
ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী এই প্রথম নয় । এর আগে পল দ্যা অক্টোপাস, উট বিভিন্ন জায়গা থেকে এসেছে ভবিষ্যতবাণী । কখনও তা সত্য হয়েছে, কখনও সেই অনুমান মেলেনি । সেক্ষেত্রে, কাতারের প্রথম ম্যাচে বাজপাখির ভবিষ্যৎবাণী মেলে কি না, তা জানার জন্য রবিবারের ম্যাচের অপেক্ষা করতে হবে ।