সোমবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ ইংল্যান্ডের । কিন্তু, তার আগেই বড়সড় বিপদে পড়তে চলেছে দল । জানা গিয়েছে, এদিন ইরানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে গ্রেফতার হতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন । এ খবর সামনে আসার পর থেকে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ইংল্যান্ডের সমর্থকরা ।
কিন্তু কেন গ্রেফতার করা হতে পারে হ্যারি-কে ? জানা গিয়েছে, সমকামী প্রেমেকে সমর্থন জানিয়ে একটি বিশেষ আর্মব্যান্ড পরে সোমবার মাঠে নামতে পারেন কেন । কিন্তু, তার জন্য কেনই বা তাঁকে গ্রেফতার করা হবে ? কাতারের আইন অনুযায়ী, সেখানে সমকামী প্রেম অপরাধ । বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে । প্রতিবাদের প্রতীক স্বরূপ ‘ওয়ান লাভ’ নামে একটি বিশেষ আর্মব্যান্ড সামনে এনেছে তারা । প্রতিবাদে যোগ দিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইৎজারল্যান্ড ও ওয়েলস । জানা গিয়েছে,'সমকামী প্রেম অপরাধ' এই ধারণার প্রতিবাদে বিশ্বকাপের ম্যাচে ওই আর্মব্যান্ড পরে নামবেন দেশগুলির অধিনায়করা । তাঁদের মধ্যে রয়েছেন হ্যারি কেনও । কিন্তু, তিনি যদি সোমবার ওই আর্মব্যান্ড পরে মাঠে নামেন, তাহলে তাঁকে তার খেসারৎ দিতেই হবে বলে জানিয়ে দিয়েছে ফিফা ।
ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে । না মানলে কড়া পদক্ষেপ করবে তারা । ঐক্য ও সমানাধিকারের বার্তা দিতে বিশেষ আর্মব্যান্ড নিয়ে এসেছে ফিফা। ওই আর্মব্যান্ডের বাইরে আর কিছু পরা যাবে না । ইংল্যান্ডের অধিনায়ক যদি ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরেন, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে ।