রাজধানীর বুকে ফের মশাল নিভিয়ে দিলেন এক বঙ্গসন্তান। তাঁর নাম শঙ্করলাল চক্রবর্তী। পঞ্জাবের কাছে চার-এক গোলে হেরে প্লে-অফের স্বপ্ন চুরমার হয়ে গেল ইস্টবেঙ্গলের। সপ্তম হয়েই এবারের মতো আইএসএল শেষ করল কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচে তিন গোল করে পঞ্জাবের নায়ক উইলমার। এই ম্যাচ হারের ফলে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আইএসএল শেষ করল ইস্টবেঙ্গল।
গোলকিপার গিল এবং সৌভিক চক্রবর্তীকে ছাড়া এই ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। পঞ্জাবকে হারালে তাদের সামনে একটা সুযোগ থাকত। তাদের তাকিয়ে থাকতে হত গোয়া বনাম চেন্নাই ম্যাচের দিকে। তার আর প্রয়োজন হচ্ছে না। ম্যাচের ১৯ মিনিটে পঞ্জাব এগিয়ে গিয়েছিল উইলমারের গোলে।
২৫ মিনিটে এক বাঙালির পায়ে ম্যাচে ফের লাল-হলুদ। গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ৪৩ মিনিটে ফের গোল চাপিয়ে দেয় পঞ্জাব। এবার গোলদাতা তালাল। ২-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
কিন্তু দ্বিতীয়ার্ধে লাল-হলুদকে উড়িয়ে দেয় পঞ্জাব। ৬২ মিনিটে জর্ডন এবং ৭০ মিনিটে লুকা মাজেনের গোলে ইস্টবেঙ্গলের মাথা নত হয়। ফলে এবারের মতো আইএসএল শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের।