মেসির পায়ে ফরাসি লিগ। রোনাল্ডোর পায়ে শূন্য। এই পরিসংখ্যানেই শেষ হল দুই মহাতারকার এবারের ফুটবল মরশুম। শনিবার রাতে ফরাসি লিগের ম্যাচে লিও মেসির গোলেই এই নিয়ে ১১ বার লিগ জিতল প্যারি সাঁজা। ম্যাচ ১-১ গোলে ড্র হতেই লিগ জিতল মেসির দল। এই ম্যাচে গোল করে রেকর্ড করলেও তিনি। এই নিয়ে ইউরোপের মাঠে ৪৯৬ তম গোল মেসি। তবে একই রাতে দুঃসংবাদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। এশিয়ার মাঠে প্রথম মরশুমেই শূন্য সিআর সেভেন। কারণ, তাঁর দল নিজেদের ম্যাচে ড্র করলেও। অন্য ম্যাচে আল-ইত্তেহাদ জিততেই চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায় আল-নাসের।
বিশেষ সেরা পাঁচ ফুটবল লিগের মধ্যে রয়েছে ফরাসি লিগ এবং লা লিগা। ইউরোপের এই দুটো লিগেই গোল রয়েছে লিওনেল মেসির। ফলে ইউরোপের ক্লাব ফুটবলে তাঁর ৪৯৬ গোলের নজির নিঃসন্দেহে একটি রেকর্ড। দিন কয়েক আগেই তাঁকে নির্বাসিত করেছিল পিএসজি। সেই ঘটনা ভুলে সেই মেসির পাশেই চ্যাম্পিয়ন হল পিএসজি। বুন্দেশলিগা জিতেছে বায়ার্ন মিউনিখ।