শেষ ম্যাচেও অপমান, ব্যাঙ্গোক্তি, শিস। ছাড় পেলেন না লিওনেল মেসি। শনিবার রাতে প্যারিস সাঁ জাঁর হয়ে শেষ ম্যাচ খেলতে নামেন তিনি। সেই ম্যাচেও সমর্থকরা অপমান করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে। শেষ ম্যাচেও মেসির সঙ্গে দূরত্ব থেকে গেল পিএসজি সমর্থকদের।
মেসি নামার আগে ও পরে দর্শকরা ব্যাঙ্গাত্মক শিস দেন। গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। এরপরই দর্শকরা মেসিকে দেখে শিস দেন। এদিন শুধু মেসি নয়, শেষ ম্যাচ ছিল সার্জিও রামোসের। তিনি এই ম্যাচে গোল করলেন। মেসির শেষ ম্যাচে তাঁকে নিয়ে কোনও উৎসাহই দেখাননি সমর্থকরা। বরং দুর্ঘটনায় গুরুতর আহত সের্জিয়ো রিকেকো নিয়ে ব্যস্ত ছিলেন পিএসজি সমর্থকরা। তাঁর সমর্থনে টিফো, ব্য়ানার দেখা যায়।
ম্যাচের আগে স্টেডিয়ামের স্পিকারে মেসির নাম ঘোষণা করতেই দর্শকরা শিস দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যে অনুশীলনেও নামেন তিনি। এমবাপের পাস থেকে গোলকিপারকে সামনে পান মেসি। কিন্তু তাঁর শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। ফের শিস দেন পিএসজি সমর্থকরা।