ক্যালেন্ডারে এখনও এক সপ্তাহ হয়নি। ইতালিকে (Italy) হারিয়ে বিশ্বকাপ (World cup) থেকে ছিটকে দিয়েছে উত্তর ম্যাসিডোনিয়া (North Macedonia)। মঙ্গলবার তাদের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের জন্য দরজা খুলতে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal)। কাতারে বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফুটবল বিশ্বে অঘটন ঘটছে। তাই মঙ্গলবার কী হবে, তা নিয়ে এখন থেকে চিন্তায় রোনাল্ডো প্রেমীরা।
সোমবার ঘরের মাঠে অনুশীলন করেছে পর্তুগাল। করোনা সারিয়ে মাঠে ফিরেছেন বর্ষীয়ান পর্তুগিজ ডিফেন্ডার পেপে। তুরস্কের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলছেন দলের আর এক ফুটবলার জোয়াও ক্যানসেলো। তিনিও ফিরছেন এই ম্যাচে। আর নজর একজনের উপরেই। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাতারের টিকিট কাটা হয়ে গিয়েছে মেসির। মঙ্গলবার উত্তর ম্যাসিডোনিয়াকে বধ করতে পারলে হয়তো শেষবারের মতো বিশ্বকাপের মূল পর্বে দেখা যাবে সিআর সেভেনকে।
আরও পড়ুন : আহত অজি স্পিডস্টার মিচেল মার্শ, উদ্বেগ দিল্লি শিবিরে
আর ব্যর্থতা মানে একধাক্কায় পর্তুগাল দলের একাধিক ফুটবলারের কেরিয়ার কার্যত শেষ হয়ে যাবে। একইসঙ্গে শেষ হবে কোচ হিসাবে ফিফার 'দ্রোণাচার্য' ফার্নান্দো স্যান্টোসের কোচিং জীবনও। তাই মঙ্গলবার অখ্যাত উত্তর ম্যাসিডোনিয়াই এখন রোনাল্ডোদের সামনে কঠিন চ্যালেঞ্জ।