নক-আউটে নামার আগে বেশ চনমনে পর্তুগাল শিবির। প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড। এই ম্যাচ জিতলেই শেষ আটে পৌঁছে যাবে টিম। সোমবর জমিয়ে অনুশীলন করেছে পর্তুগাল।
এবার বিশ্বকাপ শুরুর আগে থেকেই চর্চায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিশ্বকাপে যোগ দিয়েছেন তিনি। সোমবার জানা গিয়েছে, সৌদি আরবের ক্লাব আল নাসার এফসি-তে যোগ দিচ্ছেন তিনি। ঘানার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল পেয়েছেন তিনি। এই ম্যাচে গোল পেলেই মেসিকে ছুঁয়ে ফেলবেন তিনি। এদিকে টিমের বাকি ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্সের দিকেও নজর থাকবে এই ম্যাচে। তবে কোচ ফার্নান্দো স্যান্টোস অন্যরকম পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান।
শেষ বার ন্যাশনস লিগে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল পর্তুগাল। ৪-০ গোলে জিতেছিল পর্তুগাল। এই ম্যাচে তাই আত্মবিশ্বাসী রোনাল্ডোরা।