Portugal Beats Ghana: রোনাল্ডোর গোলে স্বস্তি, ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের

Updated : Nov 26, 2022 23:52
|
Editorji News Desk

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্য়াচে ঘানাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল পর্তুগাল (Portugal)। দলকে আর্জেন্টিনা হতে দিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ইতিহাস তৈরি করে পর্তুগালকে জেতালেন তিনি। বিশ্বের একমাত্র ফুটবলার পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন। ম্য়াচে ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৭৩ মিনিটে গোল করে টিমকে এগিয়ে দেন তিনি। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। যদিও ঘানার ফুটবলারদের VAR-এর আবেদন নাকচ করে দেন মার্কিন রেফারি। ৭৩ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে গোল শোধ করেন ঘানার অধিনায়ক আয়উ। ৭৮ ও ৮০ মিনিটে পর্তুগালের হয়ে গোলদাতা জুয়াও ফেলিক্স এবং রাফায়েল লিও। ৮৮ মিনিটে মাঠ ছাড়েন পর্তুগিজ অধিনায়ক। তিনি মাঠ ছাড়তেই আরও একটি গোল হজম করে পর্তুগাল। ঘানার হয়ে ব্য়বধান কমান বুখারি।

নিরানব্বই মিনিটের এই ম্য়াচে শেষ বাঁশি বাজতেই স্বস্তি। মঙ্গলবার মেসি পারেননি। বৃহস্পতিবার রোনাল্ডো পারলেন। দেশকে কাতার বিশ্বকাপের প্রথম ম্য়াচে জয় আনতে। তাই শেষ কিছুক্ষণ দেখা গেল ফার্নান্দো স্যান্টোস নন, পর্তুগালের কোচের ভূমিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

আরও পড়ুন:  ৫টি বিশ্বকাপের মঞ্চে গোল, দোহায় মাঠে নেমেই অভিনব রেকর্ড রোনাল্ডোর

পর্তুগিজ সুরে নাচছেন ঘানার সমর্থকরা। বৃহস্পতিবার দোহার 974 স্টেডিয়ামের এটাই ছিল আবহ। গ্রুপের প্রথম ম্য়াচ জিততে সেরা ফুটবলারদের প্রথমেই নামিয়ে দিয়েছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। তাই বার্নাড-ব্রুনোকে অ্য়াটাকিং মিডফিল্ডে রেখে জোয়াও ফেলিক্সকে বাঁ-দিকে অপারেট করার জন্য ছেড়ে দিয়েছিলেন। তাঁকে সাপোর্ট দিতে বার বার উঠে এসেছেন পর্তুগিজ লেফটব্য়াক রাফালে। কিন্তু ঘানার পণ ছিল একটা গোলও না খাওয়া। ধুনিক ফুটবলের যাবতীয় ব্য়াকরণ ভেঙে পর্তুগালের বিরুদ্ধে দল সাজাতে গিয়ে পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নেমেছিলেন ঘানার কোচ অ্যাডো। এর মধ্যেও ম্য়াচের ১০ মিনিটে ঘানা ডিফেন্স ভেঙে ছিটকে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘানার গোলকিপারকে একা পেয়ে মিস করেন তিনি।  ম্য়াচের ৩৩ মিনিটে তাঁর স্প্রিংবোর্ড হেডও বাইরে চলে যায়। ৪০ মিনিটে ঘানার গোলে প্রথম বল ঠেলেন তিনি। কিন্তু ফাউলের জন্য রোনাল্ডোর সেই গোল বাতিল হয়ে যায়।

এই বিশ্বকাপে এশিয়ান দলগুলি চমক দিতে পেরেছে। কিন্তু আফ্রিকা এখনও পিছিয়ে আছে। এই ম্যাচের আগে তিউনিশিয়া থেকে ক্যামেরুন কোনও আফ্রিকান দল গোল করতে পারেনি। কিন্তু ঘানা গোল করেও জিততে পারল না। চার বছর আগে স্পেনের সঙ্গে তিন-তিন ড্র করে বিশ্বকাপ শুরু করেছিল পর্তুগাল। কিন্তু পাঁচ গোলে থ্রিলারে সস্মহিত হয়ে থাকল দোহার স্টেডিয়াম। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ড তৈরির পাশাপাশি পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্য়াচে ১১৮তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে আগ্রহী অ্যাপল? তৈরি অ্যামাজন, মেটাও

প্রথম ম্য়াচে ৩-২ গোলে জিতলেও খুব একটা স্বস্তিতে থাকবেন না পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। কারণ, প্রথম ম্য়াচেই তাঁর ডিফেন্সের ফাঁক প্রকট হয়েছে। ঘানার আক্রমণ সামলাতে গিয়ে পর্তুগিজ ডিফেন্ডারদের কালঘাম ছুটেছে। ভুলে গেলে চলবে না এই গ্রুপেই রয়েছে দক্ষিণ কোরিয়া এবং উরুগুয়ে। সেই ম্য়াচ কিন্তু এমন হবে না। 

Qatar World Cup 2022GhanaRonaldoFifa world cup 2022Portugal

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও