রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনা(Argentina wins in Football WC 2022) জয় পেতেই বিজয় উৎসবে মেতে উঠল আসমুদ্রহিমাচল। বিশ্বকাপের এই আনন্দ থেকে বাদ গেলেন না স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও(PM Narendra Modi)। পেনাল্টি শুট-আউটে নীল-সাদার জয়(Argentina vs France) নিশ্চিত হতেই টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবারের রুদ্ধশ্বাস ফাইনাল শেষ হতেই ভারতের প্রধানমন্ত্রী টুইটে আর্জেন্টিনাকে(Modi congrats Argentina) অভিনন্দন জানান। শুধু ফাইনাল নয়, চলতি বছরের প্রতিটি ম্যাচেই যে মেসিরা(Lionel Messi) ভাল খেলেছেন, তাও টুইটে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের লক্ষ লক্ষ আর্জেন্টিনা এবং মেসি ভক্ত(Messi Fans) রবিবারের জয়ে যে উচ্ছ্বসিত, সেকথা জানাতেও ভোলেননি তিনি।
আরও পড়ুন- Argentina Champion : স্বপ্নের ম্যাচে মেসিই বাস্তব, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ আর্জেন্টিনার
তবে টুইটে শুধু বিজয়ী আর্জেন্টিনাকেই নয়, লড়াইয়ের জন্য ফ্রান্সকে(Argentina vs France) কুর্ণিশ জানান মোদী। ফাইনালের রাতে ফরাসীদের দুরন্ত লড়াইয়ের জন্য তিনি অভিবাদন জানান এমবাপেদের(Mbape wins Golden Boot)। চূড়ান্ত স্পোর্টসম্যান স্পিরিট এবং তাঁদের ফুটবল দক্ষতায় যে দর্শকদের মন জিতে নিয়েছেন এমবাপে-গ্রিজম্যানরা(Mbappe-Griezmann), তাও জানাতে ভোলেননি মোদী।