Paul Pogba Out From World Cup 2022 : বিরাট ধাক্কা ! হাঁটুতে চোট, বিশ্বকাপে নেই পল পোগবা

Updated : Nov 04, 2022 01:52
|
Editorji News Desk

কাতারে বিশ্বকাপে মাঠে নামার আগেই ধাক্কা ফ্রান্স শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফরাসি মিডফিল্ডার পোল পোগবা। ফলে যাঁর গোলে রাশিয়ায় বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, সেই পোগবার সার্ভিস পাওয়া যাবে না। এই বছরের সেপ্টেম্বরে হাঁটুতে ছোট পেয়েছিলেন এই মিডফিল্ডার। অস্ত্রোপচারও হয়েছিল। মনে করা হয়েছিল, চোট সারিয়ে কাতারের মাঠে ফের স্বমহিমায় পাওয়া যাবে পোগবাকে। কিন্তু তা হচ্ছে না। কারণ, চিকিৎসকরা জানিয়েছেন, মাঠে ফিরতে এবং ফুটবল খেলার মতো অবস্থায় আসতে এই ফরাসি তারকার আরও বেশ কিছুদিন সময় লাগবে। তাই চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্য়াচে তো বটেই জুভেন্তাসের এই ফুটবলারের এবারের বিশ্বকাপ আর খেলা হচ্ছে না। 

পোগবার ম্য়ানেজার জানিয়েছেন, পোগবা মাঠে নামার জন্য তৈরি ছিলেন। কিন্তু এখনও হাঁটুর যা অবস্থা, তাতে মাঠে নামলে চোট আরও গুরুতর হতে পারত। তাই সেই দিকটা মাথায় রেখেই আপাতত মাঠ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি ফুটবলার। এই বছরই ম্য়ানচেস্টার ইউনাইটেড থেকে ইতালির জুভেন্তাসে যোগ দিয়েছিলেন ২৯ বছরের পল পোগবা। ইতালির ক্লাবের হয়ে এখনও একটি ম্য়াচও খেলেননি। এরমধ্য়েই ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেও। 

চার বছর আগে রাশিয়ার মাটিতে ফ্রান্সের বিশ্ব জয়ে পোগবা ছিলেন মাঝ মাঠের মধ্য মণি। নিজে গোল করেছেন, এমবাপে-জিরুদদের দিয়ে গোল করিয়েছেন। তাঁর সঙ্গে গ্রিজম্য়ানের বোঝাপড়ায় বোকা বনেছিল প্রতিপক্ষ। কাতার বিশ্বকাপে গ্রুপ ডি-তে আছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। ২২ নভেম্বর ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই গ্রুপেই আছে তিউনেশিয়া ও ডেনমার্ক। 

Paul PogbaInjuryQatar World Cup 2022France

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও