২১ জুন বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাক ফুটবল হবে তো ? রবিবার রাত পর্যন্ত ভারতে আসেনি পাকিস্তান ফুটবল দল। সেকারণে এই প্রশ্ন উঠছে। যদিও সাফ ফুটবলের আয়োজক কর্নাটক ফুটবল সংস্থার দাবি, ভিসা না মেলায় রবিবার ভারতে আসতে পারেনি পাকিস্তান ফুটবল দল। সোমবার তারা ভিসা পাবে না। হয়তো মঙ্গলবার রাতে মরিশাস থেকে মুম্বই হয়ে বেঙ্গালুরুতে আসবেন পাক ফুটবলাররা। সব তরফ থেকে অনুমতি পাওয়ার পরেও কেন এই জটিলতা, তা অবশ্য খোলসা করতে পারেননি ওই কর্তা।
শনিবারই পাক ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, সরকারের থেকে যাবতীয় অনুমতি নিয়ে তারা ভারতে সাফ ফুটবল খেলতে যাচ্ছে। মরিশাসে থাকা পাক ফুটবলাররা রবিবার রাতেই মুম্বই হয়ে বেঙ্গালুরু চলে যাবেন। ইতিমধ্যে পাক ফুটবল দলকে বেঙ্গালুরুতে খেলার জন্য অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই কারণে দক্ষিণের এই শহরের নিরাপত্তা আরও টানটান করা হয়েছে।
কিন্তু রবিবার দুপুরের পর থেকে পরিস্থিতি পাল্টে যায়। জানা যায় মরিশাস থেকে ভারতে আসার ভিসা পাননি পাক ফুটবলাররা। তাই তাঁদের আরও একদিন অপেক্ষা করতে হবে। যদিও কর্নাটক ফুটবল সংস্থার দাবি, ২১ জুন, বুধবার ক্রান্তিরাভায় ভারত-পাক ম্যাচ হবে সন্ধ্যায়। তাই বুধবার দুপুর পর্যন্ত তাঁদের হাতে সময় আছে।