মরসুমের প্রথম ডার্বি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ডার্বির আগ্রহ যে কতটা, তা প্রমাণ হয়ে যায় টিকিট বিক্রিতেই। অনলাইনে বিক্রি শুরু হতেই নিমেষে উধাও হয়ে যায় টিকিট। ফলে হতাশ হন বহু ফুটবলপ্রেমী মানুষ। তবে স্বাধীনতা দিবসে সুখবর দিল ডুরান্ড কাপের আয়োজকরা। জানানো হল, আরও একবার টিকিট কাটার সুযোগ পাবেন দুই প্রধানের সমর্থকরা।
সোমবার ডুরান্ড কাপের (Durand Cup 2022) অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, ১৬ আগস্ট অর্থাৎ মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে পাওয়া যাবে মোহনবাগান (Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট। তারা লিখেছে, “ডার্বি মানেই সমর্থকদের পাগলামো। চোখের সামনে থেকে ম্যাচ দেখার উন্মাদনা থাকে তাদের। সেই সব সমর্থকের মধ্যে যদি কেউ ডার্বির টিকিট মিস করে থাকে, তাহলে আরও একবার তারা সুযোগ পেতে চলেছে।”
প্রসঙ্গত, কলকাতায় এবারের ডুরান্ড কাপ হবে ২০টি দলকে নিয়ে। আইএসএলের সবকটি দলই খেলবে। আই লিগের ৫টি ও সেনাবাহিনী থেকে চারটি দল খেলবে। ১৬ আগস্ট মহামেডান স্পোর্টিং ও এফসি গোয়ার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ডুরান্ড কাপ। উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই টুর্নামেন্টে মোট ২৭ ম্যাচ হবে।