মাঠেই হৃদযন্ত্র বিকল (Heart Fail) হয়ে মৃত্যু ওমানের (Oman) ২৯ বছরের ফুটবলার মুখালেদ আল রাকাদির (Mukhaled Al Rakabi)। দেশের ফুটবল লিগে ওয়ার্ম আপ সেশনে মাঠে নামেন তিনি। মাঠ থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আল রাকাদিকে মৃত বলে ঘোষণা করে।
ম্যাচের আগে এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন ওমানের দুই ক্লাব মাসকাট ও আল সুয়েক ক্লাবের ফুটবলাররাই। কিক-অফের আগেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় ম্যাচও বাতিল করা হয়। মাসকাট ক্লাবের হয়েই খেলতেন ফুটবলার আল রাকাদি। টুইটারে শোক প্রকাশ করেছে ক্লাব।
আরও পড়ুন: প্রয়াত হলেন সনৎ শেঠ, শোকের ছায়া বাংলার ফুটবলমহলে
ফুটবল জগতে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মারিন সাসিক ট্রেনিং চলাকালীন মাত্র ২৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। বার্সেলোনার ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে অবসর নিয়েছেন। ইউরো কাপে ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনেরও হার্ট অ্যাটাক হয়। কিন্তু পরে সুস্থ হয়ে ফেরেন তিনি।