Mohamed Salah: 'এখনও ক্লাবের কেউ যোগাযোগ করেনি', লিভারপুলকে জিতিয়ে সমর্থকদের চিন্তা বাড়ালেন সালাহ

Updated : Sep 02, 2024 14:02
|
Editorji News Desk

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ৩-০ গোলের ব্যবধানে জয় লিভারপুলের। একটি গোল করেছেন মহম্মদ সালাহ। দুটি গোল অ্যাসিস্টও করলেন। এই জয়েও নিশ্চিন্ত নন লিভারপুল সমর্থকরা। মরশুম শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সালাহ।  

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ঘরের মাঠকে বলা হয় 'থিয়েটার অফ ড্রিমস'।  তবে গত কয়েক বছরে স্বপ্নের দৌড় লিভারপুলের। রবিবার ম্যান ইউয়ের বিরুদ্ধে সালাহ প্রথম গোলটি করেন ৫৬ মিনিটে। তার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে ছিল লিভারপুল। জোড়া গোল করেন লুইস দিয়াজ। আর দুটি গোলই অ্যাসিস্ট করেন সালাহ। ম্যান ইউ ডিফেন্ডার ক্যাসেমিরার ভুলে গোলের মুখ খোলে লিভারপুল।  

আগামী মরশুমে কি লিভারপুলেই থাকবেন মহম্মদ সালাহ! ম্যাচের পর সালাহ জানিয়েছেন, "মরশুমের শুরুটা ভালোই হয়েছে। এখন ইতিবাচকই ভাবতে চাই। এটাই আমার ক্লাবে শেষ বছর। সেই ভেবেই ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে এসেছি। এটাই হয়তো শেষবার আসা। আমার চুক্তি নিয়ে ক্লাবের কেউ কথা বলেনি। এটা আমার হাতে নেই। এটা ক্লাবের বিষয়।"  

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে দুরন্ত ছন্দে ছিলেন মহম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে আর ওল্ড ট্র্যাফোর্ডে নামা হবে না। হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগেই থাকবেন না। তাই কি গোলের খিদে নিয়ে নেমেছিলেন তিনি। সালাহ জানিয়েছেন, স্বাধীনভাবে নিজের খেলা খেলতে চান তিনি। মরশুমের শেষে কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন মিশরীয় ফুটবল তারকা।

গত মরশুমের শেষেই ক্লাব থেকে বিদায় নিয়েছেন কোচ জুর্গেন ক্লপ। লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট। গত বছরই সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ বিরাট অঙ্কের চুক্তি নিয়ে আসে সালাহর কাছে। কিন্তু লিভারপুল তা খারিজ করে দেয়। সালাহর মতো ফুটবলারকে কিনতে ঝাঁপাবে বিশ্বের নামীদামী ক্লাবগুলি। কোন ক্লাবে কত চুক্তিতে যোগ দেন, তার দিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

Mohamed Salah

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও