মাস দুয়েক আগে উরুগুয়ে ম্যাচের পর থেকেই নেইমারের চোট নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। চোটের জন্য কোপা আমেরিকার ম্যাচে ব্রাজিল টিমে নেই নেইমার। টিমের চিকিৎসক রড্রিগো লাসমার জানিয়েছেন, কোপায় সম্ভবত নেই নেইমার।
লাসমার জানিয়েছেন, নেইমারের চোট সারতে অন্তত ৯ মাস লাগবে। ওর প্রত্যাবর্তন নিয়ে তাড়াহুড়ো করছে না টিম। আশা করা হচ্ছে, অগাস্টে সুস্থ হয়ে যাবেন তিনি। আগামী জুনে কোপা আমেরিকা হবে। অর্থাৎ কোপাতে থাকবেন না নেইমার।
ভিনিসিয়াস জুনিয়র, এডের মিলিতাওয়ের মতো একাধিক ফুটবলারের চোট রয়েছে। নভেম্বরের শুরুতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। পরীক্ষায় জানা যায় তাঁর বা পায়ের হাঁটুর এসিএল ছিঁড়েছে।