Qatar World Cup Neymar : বিশ্বকাপে অনিশ্চিত নেইমার ? ব্রাজিল শিবিরের ইঙ্গিতে জল্পনা

Updated : Dec 04, 2022 15:25
|
Editorji News Desk

নেইমার কী গোটা বিশ্বকাপেই অনিশ্চিত ? কাতারে ক্যামারুন ম্য়াচের আগে জল্পনা তুঙ্গে। জল্পনা আরও তুঙ্গে উঠছে, ব্রাজিল শিবির থেকে আসা এক ইঙ্গিতের ভিত্তিতে। কারণ, সার্বিয়া ম্য়াচে চোট পাওয়া নেইমারের ক্ষেত্রে প্রথমে জানানো হয়েছিল, তাঁর গোড়ালি ফুলে রয়েছে। যা ঠিক হতে দুটি ম্য়াচে বিশ্রাম দেওয়া হবে। কিন্তু এখন ব্রাজিল শিবির থেকে দাবি করা হয়েছে, নেইমারের চোট লিগামেন্টে। ব্রাজিলের সহকারি কোচ ক্লেভার জেভিয়ার জানিয়েছেন, নেইমারকে নিয়ে তাঁদের নির্দিষ্ট ভাবনা রয়েছে। তবে কী সেই ভাবনা, তা অবশ্য স্পষ্ট করা হয়নি। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ওয়ান্ডার কিড। এবারও তাঁর ভবিষ্য়ৎ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

সার্বিয়া ম্য়াচের পর থেকেই নেইমারের চোট নিয়ে গুঞ্জন চলছিল। শোনা গিয়েছিল নাসার তৈরি বিশেষ বুট পায়ে চোট সারানোর চেষ্টা করছেন নেইমার। সেই খবর নিজেও পোস্ট করেছিলেন তিনি। এরমধ্য়েই কিছুদিন জ্বরে ভুগেছেন তিনি। কাতারে এখনও পর্যন্ত কোনও কিছুই ঠিক যাচ্ছে না নেইমারের। যদি তাঁর ছিটকে যাওয়ার আশঙ্কা সত্যি হয়, তাহলে নকআউটে ব্রাজিলের কাছে হবে তা বড় ধাক্কা। কারণ, বিশ বছর পর বিশ্বকাপ জিততে ব্রাজিলের মুখ নেইমারই। 

তবে ব্রাজিল শিবির থেকে দাবি করা হয়েছে, এই সময়ে দাঁড়িয়ে তাদের ফোকাস ক্যামারুনে। নেইমারের উপরে নয়। কারণ, গ্রুপের সবকটি ম্য়াচ জিতেই নকআউটে যেতে চায় তারা। এই ম্য়াচে অবশ্য আলেসান্দ্রোকে পাবে না ব্রাজিল। তাতেও সমস্যা নেই বলেই জানিয়েছেন তিতের সহকারি জেভিয়ার। 

NeymarBrazil FootballQatar World Cup 2022Injury

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও